দেশ বিদেশ
গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন সানন
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ৮:৫৫ অপরাহ্ন

শিক্ষা ও সামাজিক সেবার ক্ষেত্রে আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি স্বরূপ গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন বাংলাদেশি উদ্যোক্তা মো. সাব্বিন ইসলাম সানন। এই সম্মানজনক পুরস্কারটি প্রদান করে গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম। গত শনিবার রাজধানীর হোটেল স্কাই সিটির ব্যাংকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে বিচারপতি মীর হাসমত আলী সাননের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হামিদা খানম, বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী রোজিনা এবং বিভিন্ন খাতের বিশিষ্টজনরা।
পুরস্কার গ্রহণকালে সানন বলেন, এই সম্মান শুধু আমার একার নয়, এটি আমার সঙ্গে থাকা শত শত শিক্ষার্থী, তাদের পরিবার এবং আমার টিমের সকল সদস্যের পরিশ্রম ও ভালোবাসার ফসল। আমি চাই, বাংলাদেশের তরুণরা শুধু স্বপ্ন না দেখে সেই স্বপ্ন বাস্তবেও রূপ নিক।