ঢাকা, ২৬ মে ২০২৫, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কন্যার কনভয় আটকে রেখে প্রতিবাদ

মানবজমিন ডিজিটাল
২৬ মে ২০২৫, সোমবার

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কন্যা আসিফা ভুট্টোর কনভয় আটকে রেখে বিক্ষোভ দেখালেন প্রতিবাদী জনতা!  ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সিন্ধু প্রদেশের জামশোরো টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য আসিফ ভুট্টো জারদারির গাড়িবহর সহিংস বিক্ষোভের মুখোমুখি হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আসিফা  বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করতে যাচ্ছিলেন। কোটরি থেকে সিন্ধুর নবাবশাহে যাবার পথে একদল ক্ষুব্ধ বিক্ষোভকারী আসিফার  কনভয়কে অবরুদ্ধ করে এবং রাজ্যে বিতর্কিত খাল প্রকল্প এবং কর্পোরেট কৃষিকাজের উদ্যোগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ঘটনার একটি ভিডিওতে, বিক্ষোভকারীদের হাতে  লাঠি নিয়ে আসিফার  গাড়িবহরে আঘাত করতে দেখা গেছে। যার ফলে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো  দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

এসএসপি জামশোরো জাফর সিদ্দিক বলেন,  কনভয়টি এক মিনিটেরও কম সময়ের জন্য থামানো হয়েছিল যার জেরে আসিফা জারদারি অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। তিনি দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাঞ্জাবে কর্পোরেট চাষ এবং খাল নির্মাণের বিরুদ্ধে সিন্ধুতে চলমান বিক্ষোভের পটভূমিতে এই ঘটনাটি ঘটেছে। কারণ বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে, এটি সিন্ধু নদীর প্রবাহ ভিন্নদিকে ঘুরিয়ে দেয়ার একটি প্রচেষ্টা। স্থানীয় প্রতিবেদনে আরও বলা হয়েছে, সমপ্রতি, বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে দুইজন নিহত হয়, যা জনগণকে আরও ক্ষুব্ধ করে তুলেছে।  মঙ্গলবার সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাসভবনে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়ার কয়েকদিন পরই এই হামলার ঘটনা ঘটলো।
সূত্র: ইন্ডিয়া টুডে

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status