ঢাকা, ২৬ মে ২০২৫, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৫, সোমবার

৪৬তম বিসিএসের স্থগিত হওয়া লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সূচি অনুযায়ী আগামী ২৪শে জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত আবশ্যিক বিষয়সমূহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পদ সংশ্লিষ্ট বিষয়সমূহের পরীক্ষা হবে আগামী ১০ই আগস্ট থেকে ২১শে আগস্ট পর্যন্ত। রোববার পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সূচি অনুযায়ী, প্রথমদিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা (০০১) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩রা আগস্ট সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) বিষয়ের তিন ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে আবশ্যিক বিষয়সমূহের লিখিত পরীক্ষা শেষ হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রসঙ্গত, গত বছরের ৯ই মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ই মে থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status