ঢাকা, ২৬ মে ২০২৫, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে ডাকাতি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
২৬ মে ২০২৫, সোমবার

হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতদল ৩-৪টি গাড়িতে ডাকাতি করে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। এদিকে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায় বলে দাবি পুলিশের। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আনুমানিক ১টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ৪ নং দক্ষিণ- পশ্চিম ইউনিয়নের শরীফ উদ্দিন সড়কের কুন্ডরপাড় ব্রিজ পেরিয়ে আইনজইন নামক স্থানে। ডাকাতের কবলে পড়া দু’টি মিনি ট্রাক ও একটি প্রাইভেটকারসহ ৩-৪টি গাড়ির চালক ও যাত্রীদের মারপিট করে তাদের কাছ থেকে  মোবাইলফোন, নগদ টাকা সহ  দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল। শনিবার রাত ১টার দিকে উল্লিখিত স্থানে ১৫-১৬ জনের একদল ডাকাত সড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে তাদের গতিরোধ করে এবং এসময় বেশ কয়েকটি গাড়ি আটকিয়ে ডাকাতি করে। সংবাদ পেয়ে ডিউটিরত কয়েকজন পুলিশ সিএনজিচালিত অটোরিকশাযোগে সেখানে গেলে ডাকাতরা যাত্রীর গাড়ি ভেবে তাদের গাড়িটিও আটক করে হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ গাড়ি থেকে নামলে ডাকাতরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়। খবর পেয়ে হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার রাতেই ঘটনাস্থলে আসেন এবং বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং- আজমিরীগঞ্জ সার্কেল) প্রবাস কুমার সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাকাতরা পুলিশের গাড়িটি যাত্রীর গাড়ি ভেবে হামলা করেছে। তবে কোনো পুলিশ আহত হয়নি। পুলিশ গাড়ি থেকে  নেমে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে রাত থেকে তিনি সহ পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সম্প্রতি বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডসহ বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status