দেশ বিদেশ
সংকট থেকে উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য : গণতন্ত্র মঞ্চ
স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৫, সোমবারদেশে চলমান সংকট থেকে উত্তরণে জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। রোববার রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মঞ্চের নেতারা এ কথা বলেন। দেশ সংকটের মধ্যদিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সংকটে অন্তর্বর্তী সরকারকে দলনিরপেক্ষ বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখতে হবে। যেসব বিষয়ে বিতর্ক আছে সেসব বিষয়ে বিশেষ করে প্রয়োজনবোধে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। আগামী এক মাসের মধ্যে আলোচনার মাধ্যমে জুলাই সনদ দেয়ার বিষয়ে সরকারকে দৃশ্যমান উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি। আগামী তিন থেকে সাতদিনের মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচনের বিষয়ে স্পষ্ট ঘোষণা দেয়ার জন্যও আহ্বান জানান তিনি।গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগ থাকতে হবে। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করতে হবে। জাতীয় ঐক্য রক্ষার জন্যও এসব লাগবে। এটি না হওয়ায় বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যে সরকারকে জুলাইয়ের সনদ বা জাতীয় সনদ প্রণয়ন করতে হবে। এটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে করতে হবে। দ্বিমতের বিষয়গুলো মীমাংসা করার জন্য নির্বাচন দরকার। সেজন্য নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ থাকতে হবে। ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নয়, সুনির্দিষ্ট সময়সীমা লাগবে। কারণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির বিষয়ও রয়েছে। সংবাদ সম্মেলনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।