ঢাকা, ২৬ মে ২০২৫, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

শেষ সময়েও ক্ষমতা ধরে রাখতে মরিয়া ছিলেন হাসিনা

স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৫, সোমবার

৫ই আগস্ট দুপুর পর্যন্ত ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন শেখ হাসিনা। পদত্যাগ করতে ওইদিন সকালে গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন ছোটবোন  রেহানা। তবুও তিনি ক্ষমতা ধরে রাখতে মরিয়া ছিলেন। গতকাল ট্রাইব্যুনাল  গোয়েন্দা সংস্থার দাখিল করা তদন্ত প্রতিবেদন পাঠ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এমন তথ্য দেন। চিফ প্রসিকিউটর বলেন, শেষ সময়েও অতিরিক্ত বলপ্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন হাসিনা। দেশ ছাড়ার আগে ৪ঠা আগস্ট সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতাদের বার্তা নিয়ে গণভবনে যান। তিনি গণভবনে গিয়ে পদত্যাগ করতে শেখ হাসিনাকে অনুরোধ করেন। একপর্যায়ে হাসিনা পদত্যাগে রাজিও হন। কিন্তু উপস্থিত ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল ও অন্যরা হাসিনাকে পদত্যাগ না করার পরামর্শ দেন। এরপর থেকে হাসিনা পদত্যাগে অস্বীকার করেন। পরের দিন প্রায় এক ঘণ্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা তিনি মানতে চাচ্ছিলেন না। ওইদিন হাসিনার বোন রেহানা হাসিনার পা ধরে বসেছিলেন। কিন্তু তাতেও হাসিনা রাজি হননি। পরে ছেলে সজীব ওয়াজেদ জয় ফোনে বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন। এমন অনেক তথ্য উঠে এসেছে চাঁনখারপুলে ৬ ছাত্র হত্যা মামলার চার্জশিটে। তাজুল ইসলাম বলেন, গত ৫ই আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। এ সময় শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী উপস্থিত ছিলেন। সেখানে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না, সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যানে উঠে লাল রঙ দিয়ে দিচ্ছেন। সামরিক যানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না, সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। একপর্যায়ে তারেক সিদ্দিকী আইজিপিকে দেখিয়ে বলেন, তারা (পুলিশ) তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এ রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। বলপ্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেয়া যাবে না। কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। একপর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুলসংখ্যক ছাত্র-জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় না-ও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেয়া হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status