দেশ বিদেশ
৬৫৩ কোটি টাকার লেনদেন, সাবেক হুইপ স্বপনের বিরুদ্ধে দুদকের মামলা
স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৫, সোমবারব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬৫৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং তার স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে দু’টি মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। দুদকের মামলায় বলা হয়েছে, আবু সাঈদ আল মাহমুদের নামে একক ও যৌথভাবে থাকা এবং তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাবে ৩২৬ কোটি ৭২ লাখ ১১ হাজার ৬৭৭ টাকা জমা এবং ৩২৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ২৯৩ টাকা উত্তোলন করা হয়েছে। সবমিলিয়ে তার ৬৫৩ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৯৭০ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এ ছাড়া, তার নামে ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদেরও খোঁজ মিলেছে। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এই অর্থের বৈধ কোনো উৎস দেখাতে পারেননি। অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে তিনি অর্থের উৎস গোপন করেছেন। অন্যদিকে, সাবেক এই হুইপের স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে ২ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৮২৮ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, তিনি স্বামীর সহায়তায় এই সম্পদ অর্জন করেছেন।