দেশ বিদেশ
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হতে পারে ক্ষুদ্র উদ্যোগ খাত : গভর্নর
স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৫, রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর বলেছেন, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হতে পারে ক্ষুদ্র উদ্যোগ খাত। বর্তমানে দেশের মোট কর্মসংস্থানের অর্ধেকেরও বেশি ক্ষুদ্র উদ্যোগ খাতে, কিন্তু জাতীয় আয়ে এ খাতের অবদান মাত্র এক চতুর্থাংশের মতো। এ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হলে, অন্যান্য বিষয়ের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগ খাতে অর্থের প্রবাহ বৃদ্ধি করতে হবে। গতকাল রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ কর্তৃক চালুকৃত দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, ১৯৯৭ সাল থেকে উন্নয়ন সহযোগীটি পিকেএসএফ-এর সাতটি প্রকল্পে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করে। এর মধ্যে, ২০২৩ সালে পিকেএসএফ-এর এমএফসিই প্রকল্পে ২০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হয়। এ প্রকল্পেরই একটি কম্পোনেন্ট হিসেবে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম চালু করা হলো।
অনুষ্ঠানে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ক্ষুদ্র উদ্যোগ খাতের অমিত সম্ভাবনা থাকলেও এ খাতে প্রয়োজনীয় অর্থ এবং উন্নত প্রযুক্তির অভাব রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৯০ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, যাদের মধ্যে ৪০ লক্ষ পিকেএসএফ-এর আওতায় ইতিমধ্যে সংগঠিত। এ সময় পিকেএসএফ-এর সাথে পাঁচটি বাণিজ্যিক ব্যাংক ও একটি বিনিয়োগ কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও এশীয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। এতে স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। অনুষ্ঠানে ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম ও ক্ষুদ্র উদ্যোগ খাত বিষয়ক দু’টি উপস্থাপনা প্রদান করেন যথাক্রমে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক মো. রওশন হাবীব।