দেশ বিদেশ
সংবাদকর্মীর অভাবে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৫, রবিবারসংবাদকর্মীদের জন্য দেড়ঘণ্টা অপক্ষোর পর আশানুরূপ উপস্থিতির অভাবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ‘বাংলা একাডেমি সংস্কার’ বিষয়ক সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ৩টার দিকে এই সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার দুপুর ২টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘বাংলা একাডেমি সংস্কার’ বিষয়ক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত থাকার কথা ছিল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর। তবে আয়োজিত সময়ে মাত্র ৫ জন সংবাদকর্মী উপস্থিত হয়েছেন। এরপর সাংবাদিকদের অপেক্ষায় আরও দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। পরে কেউ না আসায় অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ হোসেন সে সময় উপস্থিত ছিলেন। এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম বলেন, সাংবাদিক উপস্থিতি আশানুরূপ না হওয়ায় আজকেও দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হচ্ছে। পরে নতুন তারিখ সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।
এর আগেও বৃহস্পতিবার দুপুর ২টায় এই একই বিষয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সেদিনও অনিবার্য কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিত করা হয়।
এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব খালিদ হোসেন বলেন, সাধারণত উপদেষ্টার সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানানো হয় মন্ত্রণালয়ের তরফ থেকে। আমি বিষয়টি মন্ত্রণালয়ে জানাবো।