দেশ বিদেশ
বান্ধবী নিয়ে সৈকতে ঘুরতে গিয়ে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৫ মে ২০২৫, রবিবারচট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর। এই ঘটনায় শিশুসহ গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অপরজন ওষুধ কোম্পানিতে চাকরি করেন। কারাগারে থাকা আরেক সন্ত্রাসী ছোট সাজ্জাদের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন পুলিশ। প্রাথমিক তদন্তে এটিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ‘টার্গেট কিলিং’-এর ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। পুরনো অপরাধী গ্রুপগুলোর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে সৈকতের পশ্চিম পাশে আকবর ও তার সহযোগীরা একটি দোকানে বসে ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন অস্ত্রধারী যুবক আকবরকে একাধিকবার গুলি করে। আকবর দৌড়ে পালানোর চেষ্টা করলেও গুলিবিদ্ধ হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তদন্ত সূত্রে জানা গেছে, এই হামলার পেছনে রয়েছে দীর্ঘদিনের অপরাধী দ্বন্দ্ব।
চট্টগ্রামের অপরাধ জগতে পরিচিত নাম ছোট সাজ্জাদ বর্তমানে কারাবন্দি। তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে ঢাকাইয়া আকবর। সেই প্রতিশোধের অংশ হিসেবেই এই সশস্ত্র হামলা হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সোহেল পারভেজ বলেন, এই হামলা পরিকল্পিত। আকবরের শরীরে একাধিক গুলি লেগেছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। হামলার ধরন দেখে আমরা বলছি, এটি সন্ত্রাসী চক্রেরই কাজ।