দেশ বিদেশ
একনেকে ১১ হাজার ৮৫১ কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন
স্টাফ রিপোর্টার
২৫ মে ২০২৫, রবিবারজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ের নয়টি প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরমধ্যে ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকার অর্থায়ন করবে সরকার। প্রকল্প ঋণ থেকে আসবে ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ৮১৬ কোটি ২৫ লাখ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা উপদেষ্টার জনসংযোগ দপ্তর। এদিন সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প অনুমোদন পায়। এরমধ্যে ৫৯০ কোটি ৪২ লাখ টাকার আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্লাস্ট্রাকচার প্রকল্প রয়েছে। এ ছাড়া ৭২ কোটি ৬০ লাখ টাকা ব্যয় বাড়িয়ে ‘পিআরএবিআরআইডিডিএইচআই: স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (প্রথম সংশোধন) প্রকল্প’ অনুমোদন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে- ৪৫১ কোটি ৭ লাখ টাকার কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন আটটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প; ১ হাজার ৫১৩ কোটি ৯৫ লাখ টাকার ১৫টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।
এ ছাড়া ১৮৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় কমিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন (তৃতীয় সংশোধন) প্রকল্প অনুমোদন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের ৪ হাজার ৬৪৫ কোটি ৫৮ লাখ টাকার নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়) প্রকল্পও এদিন অনুমোদন পেয়েছে। ৯১ কোটি ব্যয় বাড়িয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রিকভারি অ্যান্ড এডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই): রিইনট্রিগ্রেশন অ্যাকট অব রিটার্নিং মাইগ্র্যান্টস (প্রথম সংশোধন) প্রকল্পও অনুমোদন পেয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দু’টি প্রকল্পের মধ্যে রয়েছে-৫৩৯ কোটি ৭১ লাখ টাকার গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর ওজোপাডিকো এবং ৪ হাজার ১৩১ কোটি ৪২ লাখ টাকার পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেংদেনিং অ্যান্ড ইন্টিগ্রেইশন অব রিনিউয়েবল এনার্জি। এ ছাড়া একনেক সভায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ (প্রথম সংশোধন) প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ইতিমধ্যে অনুমোদিত চারটি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করেন। সেগুলো হলো: কক্সবাজার জেলায় শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন (দ্বিতীয় সংশোধন); সরকারের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফরম শক্তিশালীকরণ (দ্বিতীয় সংশোধন); বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ (দ্বিতীয় সংশোধন) এবং চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ-আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।