দেশ বিদেশ
জল্পনার অবসান ঘটিয়ে উত্তরসূরি খোঁজার কথা জানালেন দালাই লামা
মানবজমিন ডেস্ক
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারবছরের পর বছর ধরে চলা জল্পনার অবসান ঘটালেন তিব্বতের আধ্যাতিক ধর্মীয় নেতা দালাই লামা। ৯০তম জন্মদিনের প্রাক্কালে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। বলেছেন, মৃত্যুর পর তার উত্তরসূরি খুঁজতে হবে। আরও বলেছেন, তার মৃত্যুর পরও শতাব্দীর প্রাচীন তিব্বতি বৌদ্ধ প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। এর মাধ্যমে কয়েক বছর ধরে চলা জল্পনার অবসান ঘটালেন তিনি। এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করা তিনিই শেষ ব্যক্তি হতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। রোববার ৯০তম জন্মদিনের আগে প্রার্থনার অনুষ্ঠানে শান্তিতে নোবেল বিজয়ী তিব্বতি বৌদ্ধ ধর্মের আধ্যাতিক প্রধান দালাই লামা বলেন, পরবর্তী দালাই লামাকে খুঁজে বের করা উচিত এবং বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী তাকে স্বীকৃতি দেয়া উচিত। দালাই লামা জোর দিয়ে বলেন, তার উত্তরসূরির উত্থান হবে চীনের বাইরে। এদিকে দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করেছে চীন। দেশটির তরফে বলা হয়েছে, দালাই লামার অভিষেক কোথায় হবে তা নির্ধারণ করার কর্তৃত্ব শুধু তাদেরই আছে। ১৯৪০ সালে ১৪তম দালাই লামা হন তেনজিন গিয়াতসো।
১৯৫৯ সালে তিব্বতের রাজধানী লাসায় চীনা সৈন্যরা বিদ্রোহ দমন করলে তিনি তিব্বত থেকে পালিয়ে যান। তখন থেকে ভারতের ধর্মশালায় নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি বলেছেন, দালাই লামার প্রতিষ্ঠানটি চলবে এবং অতীতের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে পরবর্তী দালাই লামার অনুসন্ধান করতে হবে। তিব্বতের অভ্যন্তরে ও নির্বাসনে থাকা বেশির ভাগ তিব্বতি বৌদ্ধ তিব্বতের ওপর চীনের নিয়ন্ত্রণের কঠোর বিরোধিতা করেন।