দেশ বিদেশ
রাজধানীতে ৫ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনায় গ্রেপ্তার ৬
স্টাফ রিপোর্টার
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবাররাজধানীর তেজগাঁওয়ে প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ৫ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রাইভেটকারে থাকা মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মচারী তুহিনও রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীতে এসেনসিয়াল ড্রাগ অফিসের সামনে ঘটনাটি ঘটে। লুট হওয়া পাঁচ লাখ রিয়েল যা বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকা। এদিন সন্ধ্যায় পল্টন অফিস থেকে একটি প্রাইভেটকারে করে ওই রিয়াল উত্তরায় নেয়া হচ্ছিল। গতকাল এই তথ্য নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, মঙ্গলবার রাতে এ সংক্রান্ত অভিযোগ পেয়ে রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের এক কর্মীও আছেন। অভিযানে ২ লাখ ৬৯ হাজার সৌদি রিয়াল উদ্ধার হয়। পুলিশ বলছে, অভিযোগে বলা হয়েছিল, মঙ্গলবার বিকালে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির এক কর্মী ৫ লাখ সৌদি রিয়াল নিয়ে প্রাইভেটকারে করে পল্টন থেকে উত্তরায় যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে তিনি তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আসেন। তখন ছিনতাইকারীরা প্রাইভেটকারটি ঘিরে ফেলে। অস্ত্রের মুখে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির কর্মীর কাছ থেকে ৫ লাখ সৌদি রিয়াল লুটে নেয় ছিনতাইকারীরা। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় লুট হওয়া পাঁচ লাখ রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় কোটি টাকা। খবর পাওয়ার পর মানি এক্সচেঞ্জের মালিক ঠান্ডু মিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও গোয়েন্দা তেজগাঁও বিভাগ যৌথভাবে অভিযানে নামে। প্রতিষ্ঠানটির কর্মচারী তুহিনকে জিজ্ঞাসাবাদে অস্ত্রের মুখে জিম্মি নাটকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিভিন্ন স্থানে রাতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তুহিনসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার রিয়াল। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তার ও লুটকৃত বাকি সৌদি রিয়াল উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে ডাকাতির ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।