দেশ বিদেশ
বিতর্কিত ব্যঙ্গচিত্র ইস্যুতে তুরস্কে উত্তেজনা
মানবজমিন ডেস্ক
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারবিতর্কিত একটি ব্যঙ্গচিত্রকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে তুরস্কে। এ ঘটনায় ওই ব্যঙ্গচিত্রের শিল্পীসহ চার কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছেন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান মঙ্গলবার ওই ব্যঙ্গচিত্র ‘জঘন্য উস্কানি’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, তুর্কি জনগণের পবিত্র মূল্যবোধের বিরুদ্ধে কথা বলার অনুমতি কাউকে দেয়া হবে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ব্যঙ্গচিত্রটি প্রকাশ করে তুরস্কের জনপ্রিয় স্যাটায়ার ম্যাগাজিন ‘লেমান’। পরে ম্যাগাজিনটি দাবি করে, তাদের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ইসলাম অবমাননার কোনো উদ্দেশ্য ছিল না। এরদোগানের ক্ষমতাসীন দল একেপি এবং অন্যান্য ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী এই ব্যঙ্গচিত্রকে ‘ইসলামোফোবিক ঘৃণামূলক অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। প্রেসিডেন্ট বলেন, আমাদের পবিত্র মূল্যবোধের প্রতি কেউ অসম্মান দেখালে, তাদের আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে সোমবার রাতে পুলিশ কার্টুনিস্ট দোয়ান পেহলেভানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া একটি ভিডিও পোস্ট করে জানান, এই জঘন্য চিত্রাঙ্কনের মূলহোতাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার বিচার হবে। ভিডিওতে দেখা যায়, পেহলেভানকে হাতকড়া পরিয়ে সিঁড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ‘লেমান’ ব্যাখ্যা করেছে, কার্টুনিস্ট পেহলেভান মূলত গাজায় ইসরাইলি হামলায় নিহত এক মুসলিম পুরুষের দুর্ভোগ তুলে ধরতে চেয়েছিলেন এবং ইসলামের প্রতি কোনো অবমাননার ইচ্ছা ছিল না। তবে ম্যাগাজিনটির এই ব্যাখ্যা বিক্ষুব্ধ জনতার মনোবল প্রশমিত করতে পারেনি।
মঙ্গলবার ইস্তাম্বুলের কেন্দ্রে দুই শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেয়, যদিও সেখানে সমাবেশ নিষিদ্ধ ছিল এবং পুলিশি নিরাপত্তা জোরদার ছিল। সরকারি কর্মচারী মুহাম্মেদ এমিন নেচিপসয় বলেন, ওরা যা বলেছে তা মিথ্যা মনে হচ্ছে। এই ব্যাখ্যা আমাদের ধর্মীয় আবেগকে শান্ত করতে পারছে না। সরকার জানিয়েছে, এই ঘটনায় তুরস্কের দণ্ডবিধির একটি ধারায় তদন্ত শুরু হয়েছে, যা ঘৃণা ও শত্রুতা উস্কে দেয়া অপরাধ হিসেবে গণ্য করে। এদিকে ‘লেমান’ ম্যাগাজিন কর্তৃপক্ষ বলেছে, তাদের বিরুদ্ধে মিথ্যাচার চালানো হচ্ছে এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানিয়েছে।