ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

সমমনাদের সঙ্গে বিএনপি’র বৈঠক

পিআর পদ্ধতি সংসদের মাধ্যমে পাস করতে হবে: খসরু

স্টাফ রিপোর্টার
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যদি এরকম কোনো ইচ্ছা থাকে, তাদের (পিআর চাওয়া রাজনৈতিক দল) মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি-আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসুন। যেকোনো বিষয়ে মৌলিক পরিবর্তনের জন্য জনগণের কাছে যেতে হবে। সংসদের মাধ্যমে সেটা পাস করতে হবে। এই পর্যায়ে এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না।  বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পিআর পদ্ধতি নিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া বাংলাদেশ জন অধিকার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, আম জনতা দল ও গণতান্ত্রিক বাম ঐক্যর সঙ্গে বৈঠক করে বিএনপি’র লিয়াজোঁ কমিটি।

পিআর পদ্ধতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, আমাদের ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নাই। এত বড় পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। আমরা যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সব দল সংসদে ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদে পাস করতে হয়েছে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে। আমরা একটা কথা বারবার বলছি-সব বিষয়ে ঐকমত্য হবে না, আমরা বাকশাল করতে যাচ্ছি না। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেসব বিষয়ে সংস্কার হবে। এর বাইরে যেগুলো থাকবে, প্রত্যেকটি দল জনগণের কাছে গিয়ে মতামতের মাধ্যমে সেটা করতে হবে।  লিয়াজোঁ কমিটির বৈঠক প্রসঙ্গে খসরু বলেন, যারা আমাদের রাজপথে ছিল, তাদের সঙ্গে আমরা আবার কথাবার্তা বলছি। আমাদের ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নির্বাচন বলে কথা নয়, ৩১ দফা ও সংস্কারের বিষয়ে যে ঐকমত্য-এটা আমরা কীভাবে আগামী দিনে বাস্তবায়ন করবো। নির্বাচন পরবর্তী জনগণ যদি আমাদের রায় দেয়, সবাই মিলে এটা বাস্তবায়ন করতে হবে।  তিনি বলেন, যৌথ বিবৃতির মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের কথা বলা হয়েছে, ইতিমধ্যে সেই নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। লন্ডনের যে মিটিং হয়েছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচন এবং ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এদিন ৩টা ২০ মিনিটে বাংলাদেশ জন অধিকার পার্টির সঙ্গে বৈঠক শুরু করে বিএনপি। এতে বিএনপি’র পক্ষে থেকে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষে ছিলেন দলটির চেয়ারম্যান ইসমাইল সম্রাট ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। বিকাল সোয়া ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে চলা দ্বিতীয় বৈঠকে অংশ নেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, মহাসচিব আব্দুল মতিন সাউদ, যুগ্ম মহাসচিব আকবর হোসেন, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ এবং সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর। পরে পৃথকভাবে আম জনতা পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি’র লিয়াজোঁ কমিটি।

 

 

পাঠকের মতামত

হা হা হা, শেখ হাসিনার পদত্যাগ আমরা মানি না!!! কারণ ওটা সংসদে আলোচনা হয় নাই!!!

MD REZAUL KARIM
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫৩ পূর্বাহ্ন

তোমরা যেমন যেকোন বিষয়ে জনগনের দোহাই দাও তেমনি নির্বাচন পি আর পদ্দতিতে হবে না মান্দাতার আমলের পদ্দতিতে হবে সেটা এ দেশের জনগন সিন্দান্ত নিবে। এ বিষয়ে বিএনপির একক সিদ্ধান্ত দেওয়ার অধিকার এ দেশের জনগন তাদেরকে দেয় নাই। মুলত বিএনপি ছাড়া এদেশের অধিকাংশ দল অর্থাত এদেশের অধিকাংশ জনগন তাদের রায় জানিয়ে দিয়েছে।

Ruhul Amin
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:১০ পূর্বাহ্ন

যেটা বিএনপির স্বার্থে সেটি করতে সংসদ লাগেনা। আর যেটি বিএনপির স্বার্থের বিপক্ষে, তখন সংসদ লাগে। ===

ostrich
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৯ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গিয়ে PR সিস্টেম চালু কর্বেনা এটা পাগলেও বুজে, তবে যেহেতু আমরা এই প্রথম PR সিস্টেম এর কথা জানলাম বা শুলাম, তাই এটা সংসদে প্রথম বার আলোচনা হতেপারে।

Faiz Ahmed
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১:১১ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status