দেশ বিদেশ
৪৫তম বিসিএস’র লিখিত পরীক্ষায় ১ পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল
স্টাফ রিপোর্টার
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২’র লিখিত পরীক্ষায় পরীক্ষার্থী অন্যের মিথ্যা পরিচয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী কমিশন এক প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। বুধবার পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রার্থিতা বাতিল হওয়া পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৩০০৯৩৭২। এতে বলা হয়, সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলসহ পরবর্তীতে কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য সকল পরীক্ষার জন্য এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত সকল পদে আবেদন করার জন্য ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হলো।