দেশ বিদেশ
‘জাপানে দক্ষ কর্মীর চাহিদা আছে’
স্টাফ রিপোর্টার
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবারপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জাপানে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণে বাংলাদেশের কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন তিনি। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রমবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’- শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আমরা ‘জাপান সেল’ গঠন করেছি এবং একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরির পরিকল্পনা রয়েছে। কর্মী প্রেরণের ক্ষেত্রে আমরা সহজ প্রক্রিয়া অবলম্বন করছি। পাশাপাশি, কর্মীদের দক্ষ করে তুলতে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের চিন্তা করছি। সরকারি চাকরির বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আমরা যখন সরকারি অফিসে যাই, তখন শোনা যায় গাড়ি নেই, কম্পিউটার নেই, লোকবল নেই, জায়গা নেই- আরও জনবল দরকার। অথচ দেখা যায়, যতজন কর্মী আছে, তাদের ৫০ শতাংশ কোনো কাজ করে না, বসে থাকে। শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার জন্য ব্যাংক লোন প্রদানের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যাংক ঋণ সুবিধা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। বিদেশগামী নাগরিকদের উদ্দেশ্যে উপদেষ্টা সতর্ক করে বলেন, ‘যেকোনোভাবে বিদেশে যাওয়া ঠিক নয়। সম্মানজনকভাবে, নির্দিষ্ট চাকরির জন্য দক্ষতা অর্জন করে বিদেশে যেতে হবে। কেউ যেন নিজের বাড়ি-জমি বিক্রি করে বিদেশে গিয়ে রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়ানোর মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার না হন- এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রসঙ্গে তিনি জানান, আগামী এক বছরে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেয়ার সম্ভাবনা রয়েছে। আসিফ নজরুল বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে যেই জায়গায় বাঙালিদের থেকে টাকা ছিনতাই, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলা- এমন ঘটনাও আছে। এগুলো কি মিথ্যা কথা? ওই জায়গার পুলিশকে খবর দেয়া হয় না কেন জানতে চাইলে বলে, সে জায়গায় দোষী-নির্দোষ যারাই আছে সবাইকে বের করে দেবে।
এজন্য কাটা হাত নিয়ে আমরা অপেক্ষা করি। তিনি বলেন, এই কাজগুলো কয়জন করে? এই বাজে কাজগুলো করে ১০ জন, ভোগে ১০ হাজার লোক, ১০ লাখ লোক। সৌদি আরবে যদি ১০ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি ১০টা লোক রাস্তাঘাটে মারামারি করে, একটা মার্ডার করে, তাহলে ১০ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না। আমাদের প্রবাসী ভাইদের সচেতন হতে হবে। কারণ এসব ঘটনা এক লাখ, ১০ লাখ লোকের জীবন বিপন্ন করে দিচ্ছে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে মাত্র ১০-২০টা লোক।