দেশ বিদেশ
নৌকাডুবিতে কমপক্ষে ৪০০ রোহিঙ্গা নিখোঁজ: জাতিসংঘ
মানবজমিন ডেস্ক
২৫ মে ২০২৫, রবিবার মে মাসে মিয়ানমার ও বাংলাদেশের একটি শরণার্থী শিবির থেকে পালিয়ে যাওয়া ৪২৭ রোহিঙ্গা সাগরে নিখোঁজ হয়েছেন। জাতিসংঘ আশঙ্কা করছে, তারা হয়তো আর বেঁচে নেই। শুক্রবার ওই তথ্য দেয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মে মাসে মিয়ানমারের উপকূলে দু’টি পৃথক বোট দুর্ঘটনা ঘটে। ইউএনএইচসিআর জানায়, ৯ই মে প্রথম বোটটি ২৬৭ যাত্রী নিয়ে কক্সবাজার থেকে যাত্রা শুরু করে। তবে তাদের গন্তব্য কোথায় ছিল তা এখনো অজানা। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে ওই বোট। এতে মাত্র ৬৬ জন যাত্রী বেঁচে ফেরেন। এর পরের দিন ২৪৭ যাত্রী নিয়ে একইভাবে যাত্রা করে আরেকটি বোট। সেখান থেকে প্রাণে বাঁচেন মাত্র ২১ জন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। উএনএইচসিআর মুখপাত্র বাবর বেলুচ বলেন, বিভিন্ন রকম রিপোর্ট আসছে। তবে সেখানে ঠিক কী হয়েছে তা নিশ্চিত করা কঠিন। নিখোঁজ ব্যক্তিরা মারা গেছেন বলে আশঙ্কা করেন তিনি। বাবর বলেন, এর আগে নৌ দুর্ঘটনায় আরও ৩০ রোহিঙ্গা মারা গেছেন। শরণার্থী বিষয়ক সংস্থাটির তরফে বলা হয়, প্রতিবছর হাজার হাজার রোহিঙ্গা বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পার হওয়ার চেষ্টা করেন। এতে দুর্ঘটনার কবলে পড়ে সাগরে নিখোঁজ হন অনেকে।
ইউএনএইচআর দাবি করে, কর্মকর্তারা বোটের অবস্থান জানলেও তাদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ নেয়নি। সাম্প্রতিক বর্ষা মৌসুমে তীব্র বাতাস, বৃষ্টিপাত সমুদ্রের পরিস্থিতি বিপজ্জনক করে তুলেছে। প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।